সেবা প্রাপ্তির ধাপ সমূহ:
১. ভেড়া প্রাপ্তির জন্য সিনিয়র সহকারী পরিচালক বরাবর আবেদন ( নমুনা আবেদনপত্র) হবে। মাধ্যম-উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (সংশ্লিষ্ট উপজেলা)
২. উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (সংশ্লিষ্ট উপজেলা) দ্বারা খামার পরিদর্শন প্রতিবেদন ও এনআইডি (সত্যায়িত) কপি সংযুক্ত করতে হবে
৩. আবেদনপত্রটি সিনিয়র সহকারী পরিচালকের কার্যালয়, ভেড়া উন্নয়ন খামার, রাজাবাড়ীহাট, রাজশাহী এ দাখিল করতে হবে ।
৪. সিনিয়র সহকারী পরিচালক ( ভেড়া পাঁঠা ও ভেড়ী মজুদ সাপেক্ষে ) অনুমোদনের জন্য পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রাজশাহীতে
উক্ত আবেদন প্রেরণ করবেন ।
৫. অনুমোদন সাপেক্ষে বাড়ন্ত ভেড়া ও বাড়ন্ত ভেড়ী নির্ধারিত সরকারী মূল্যে ( বাড়ন্ত পাঁঠা-১৫০০/- এবং বাড়ন্ত ভেড়ী-২০০০/-) বিতরন করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস